রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এইচএসসিতে মাইলস্টোন কলেজের সাফল্য পাসের হার ৯৯.০২%

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


এইচএসসি ফলাফলে সাফল্যধারা বজায় রেখেছে উত্তরা মডেল টাউনে মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২১৫০ জন ছাত্রÑছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। উভয় মাধ্যমে পাসের হার ৯৯.০২%। বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার ৯৯%। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৩৬৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.৭৩%। মানবিক বিভাগ থেকে ৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৮৯ জন পাস করে। মানবিক বিভাগে পাসের হার ৯৮.৮৯%।
নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ছাত্রÑছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রÑছাত্রীদের প্রতি শিক্ষকÑশিক্ষিকাদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই আমরা বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে, যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ পায়। এটি মাইলস্টোন কলেজের একটি বিশেষ সুন্দর দিক। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন