বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্র কবে পাবেন?

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

এক কোটিরও বেশি ভোটার এখনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি। তাঁরা ২০১২ সালের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১৯ লাখের বেশি। সে সময়ও লাখ লাখ তরুণ ভোটার লেমিনেটেড করা জাতীয় পরিচয়পত্র পাননি। বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ২০ লাখের বেশি। এ বছরের ফেব্রুয়ারি থেকে এক কোটির বেশি নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখনো স্মার্ট কার্ড বা লেমিনেটেড পরিচয়পত্র কোনোটাই তাঁদের দেওয়া হয়নি। ফলে তরুণ ভোটারদের জাতীয় পরিচয়পত্রসহ ভোট দেওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে! আর জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা সরকারি-বেসরকারি নানা সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া, তারপর জাতীয় পরিচয়পত্র পাওয়া একটা চলমান প্রক্রিয়া। তাই বলে বছরের পর বছর ধরে জাতীয় পরিচয়পত্রের জন্য অপেক্ষায় থাকতে হবে! জাতীয় পরিচয়পত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ ও একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয়। এ বছরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশতম জাতীয় নির্বাচনের আগেই কিংবা সম্ভব হলে তারও আগে নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড অথবা লেমিনেটেড যাই হোক না কেন) তুলে দেওয়া অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাধন সরকার,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
tania ২৭ জুলাই, ২০১৮, ৪:৫৩ পিএম says : 0
খানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন