রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লিঙ্কিন পার্কে ফিরতে চান মাইক শিনোডা

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রা গায়ক মাইক শিনোডা জানিয়েছেন তার ব্যান্ড সহকর্মীরা যদি চায় তাহলে তিনি লিঙ্কিন পার্ক ব্যান্ডে ফিরতে চান। ব্যান্ডের প্রধান চেস্টার বেনিংটনের মৃত্যুর পর এক বছরেরও বেশি সময় তিনি ব্যান্ডটি থেকে আলাদা আছেন। বেনিংটন গত বছর ২০ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গত বছরের অক্টোবরে লিঙ্কিন পার্ক বেনিংটনের স্মরণে হলিউড বোলে একসঙ্গে পারফর্ম করে এবং এর পর শিনোডা বিভিন্ন উৎসবে একক পারফর্ম শুরু করেন। তিনি স¤প্রতি বলেছেন, অন্তত লিঙ্কিন পার্কের ভবিষ্যৎ নিয়ে হলেও তার সহকর্মীদের আলাপ শুরু করা উচিত। “আমি শুধু এক পা এগিয়ে এসেছি আর যে কোনও সম্ভাবনার জন্য মন খোলা রেখেছি, হোক তা আমার নাম ব্যবহার করে বা অন্য কোনও শিল্পীর সঙ্গে অথবা তারা যদি লিঙ্কিন পার্কের হয়ে শো করতে চায়,” শিনোডা বলেন। তিনি আরও বলেন : “সত্য কথা বলতে এই মুহূর্তে আমি আমার একক অনুষ্ঠানেই বেশি মনোযোগ দিচ্ছি, চেষ্টা করছি সেগুলো কিভাবে আরও ভাল করা যায়।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন