মহেশপুর উপজেলার বেতবাড়ীয়া গ্রামে মানসিক প্রতিবন্ধী পুত্রের হাতে পিতা মাহাতাব (৬০) খুন হয়েছে। এলাকাবাসী জানিয়েছে বেতবাড়ীয়া গ্রামের ইউসুফ আলী (৩০) শনিবার সন্ধ্যা ৬টার সময় বাড়িতে তার পিতা মাহাতাবকে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
যাদবপুর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, ছেলেটির মাথায় গণ্ডগোল আছে। তাকে সবাই পাগল হিসেবেই জানে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর লস্কর জায়াদুল হক জানান, হত্যাকারী ইউসুফ আলী একজন পাগল। সে শিকলে বাঁধা ছিল। শনিবার সন্ধ্যার পূর্বে তার শিকল খুলে যায়। এরপরই পিতার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মাহাতাব মারা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন