উপজেলার শাপলাপুরে জেমঘাট হিমছড়ি এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক ছেলে তার পিতাকে কুপিয়ে হত্যা করেছে। নিহত ওই ব্যক্তির নাম কালা মিয়া (৫৫)। রোববার ভোরে এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, কিছু দিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যান। তিনি আবার বিয়ে করেছেন। এ ব্যাপারে ছেলে নেজাম উদ্দীনের (২৫) সাথে নানা বিষয়ে তার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হয়ে আসছিল। রোববার ভোরে ঝগড়ার এক পর্যায়ে পুত্র নেজাম উদ্দীন দা দিয়ে কুপিয়ে তার বাবা কালামিয়াকে খুন করে।
লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন