শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

টরেন্টো হামলাকারী মানসিক রোগী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হওয়ায় ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীর নাম ফয়সাল হুসেইন। রবিবার রাতে গ্রিকটাউন এলাকায় ড্যানফোর্থ ও লোগান এভিনিউয়ে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে গুলিতে দুইজন নিহত ও শিশুসহ আরো ১৩ জন আহত হয়। পরে হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। হামলাকারীর পরিবার দাবি করেছে, ফয়সাল হুসেইন দীর্ঘ ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার অনেক দিন ধরে নিরাময় অযোগ্য মনোব্যাধি ছিল। সিবিসি অনলাইন এক প্রত্যক্ষদর্শীর তোলা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এক ব্যক্তিকে ফুটপাত দিয়ে হেঁটে আসতে আসতেই হাতের পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। জোডি স্টেইনহাওয়ার নামের এক প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে বলেন, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। হঠাৎ করেই তারা ১০ থেকে ১৫টি বিকট শব্দ পান। প্রথমে তাদের মনে হয়েছিল, বোধ হয় বাজি ফোটানো হচ্ছে। দৌড়ে রেস্তোরাঁর পেছনে চলে যাওয়ার সময় তারা লোকজনের চিৎকার শুনতে পান। পুলিশ হামলাকারীকে গুলি ছুড়লে সেও পাল্টা গুলি ছোড়ে। পরে কাছের একটি রাস্তায় হামলাকারীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে জানান টরন্টোর পুলিশ প্রধান মার্ক সন্ডার্স। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন