শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পাবনায় সাংস্কৃতিক থেরাপির মাধ্যমে মানসিক রোগীর চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পাবনায় মানসিক রোগীর সুস্থতায় ওষুধ সেবনের পাশাপাশি সাংস্কৃতিক থেরাপির মাধ্যমে কার্যকর চিকিৎসাসেবা প্রদানের গবেষণামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে ওই বিভাগের প্রথম বর্ষের পাঁচজন শিক্ষার্থী পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে গবেষণামূলক সাংস্কৃতিক থেরাপি প্রয়োগের এই উদ্যোগ নেন। তারা হলেন ফজলে নাভিদ অনন, তানভীর নেওয়াজ তীর্থ, জান্নাতুল মাওয়া নিবিড়, ফারজানা আফরিন মিম ও সিঁথি ইষ্রা রিছিল। তারা হাসপাতালের পরিচালক ডা. সাফফাত ওয়াহিদ, মেডিকেল অফিসার ডা. শফিকুল আযম জিকো এবং সাইক্রিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার মোজাহার আলীসহ হাসপাতালের বহির্বিভাগ এবং আন্ত:বিভাগের চিকিৎসকদের সাথে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রোগের ধরন ভেদে তিনটি সাংস্কৃতিক থেরাপির প্রয়োগের মাধ্যমে ব্যতিক্রম এই চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে গবেষণামূলক চিকিৎসা চর্চা করেন। থেরাপি তিনটি হলো আর্ট থেরাপি, ড্রামা থেরাপি ও মিউজিক থেরাপি। মূলত মানসিক রোগীর আক্রান্তের ধরন ভেদে তিনটি সাংস্কৃতিক থেরাপি প্রয়োগ করে রোগীর মানসিক বিষন্নতা ও জড়তা দূর তথা ভিতরের অব্যক্ত চাপা প্রতিভা বিকাশ ঘটিয়ে সুস্থ করে তোলা। সাংস্কৃতিক থেরাপি প্রয়োগের গবেষণা চর্চায় নিয়োজিত পাঁচজন শিক্ষার্থী জানান, তারা সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মাঝে আর্ট থেরাপি, ড্রামা থেরাপি এবং মিউজিক থেরাপি প্রয়োগ করে আশার আলো দেখতে পেয়েছেন। তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন কিছু মানসিক রোগী আছেন যাদের সামনে বিভিন্ন ধরনের শৈল্পিক আর্ট উপস্থাপন, কিছু রোগীর সামনে চিত্তাকর্ষণমূলক ড্রামা প্রদর্শন, আবার কিছু রোগীর সামনে মনমুগ্ধকর সুরের মিউজিক বাজালে তারা বেশ উৎফুল্ল, উদ্বেলিত এবং মানসিক স্বস্তিবোধ করেন। তাছাড়া তারা ওই থেরাপির মাধ্যমে তাদের অতীত জীবনের অনেক প্রত্যাশা ও প্রাপ্তিও খুঁজে পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং পাঁচজন শিক্ষার্থী মনে করেন, মানসিক রোগীর সুস্থতায় ওষুধ সেবনের পাশাপাশি সাংস্কৃতিক থেরাপি কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ ব্যাপারে পাবনা মানসিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল আজম জিকো বলেন, মানসিক রোগ নিরাময়ে সাংস্কৃতিক থেরাপি একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগটি সফল করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন