বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশন-এর দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘দোস্ত দুশমন’-এর সমাপ্তি ঘটছে। আজ ১৮ এপ্রিল, সোমবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, সোনিয়া হোসেন, তাসনুভা তিশার মতো নতুন প্রজন্মের প্রতিশ্রæতিশীল অভিনয়শিল্পীদের পাশাপাশি জেনি, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, বন্যা মির্জা, সাজু খাদেম, শামীমা নাজনীনদের মতো তারকারা। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন জোড়া তরুণ-তরুণীকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প। তারা একে অপরের দোস্ত বা বন্ধু। পরিস্থিতির কারণে তারা একে অপরের দুশমন হয়ে যায়। বন্ধুত্ব, শত্রæতা, হাসি-কান্না, আনন্দ-বেদনা আর হালের ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার, টুইটার উন্মাদনার নানা চিত্র উঠে এসেছে এ নাটকে।
ছবি/স্টীল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন