স্টাফ রিপোর্টার : তরুণী বসে আছেন রেস্টুরেন্টে। টিশার্ট পরা একজন তরুণ হাতে কিছু ফুল আর গিফট নিয়ে হাজির। পুরনো সম্পর্ককে নতুন করে জোড়া দেয়ার চেষ্টা তরুণের। কিন্তু তরুণী কি সায় দেবে? ছেলেটির সরল ভালোবাসায়! নাকি তার জন্য থাকছে অন্য কোন পরামর্শ? এমনই এক চমৎকার গল্পের বিজ্ঞাপনে ১৫ বছর পর মডেল হলেন মডেলিং জগতের আইকন নোবেল ও মৌ জুটি। তারা মডেল হয়েছেন মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের 'উইন ব্যাক’ অফারের জন্য। রাজধানীর গুলশানের এক রেস্টুরেন্টে গত শনিবার সকালে এর শুটিংয় হয়। প্রিয়জনের ফিরে আসার গল্প দিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হচ্ছে। নোবেল ও মৌ জুটি বলেন, ভালোগল্প পেলে কাজ করতে বাধা নেই। আমরা কাজ করি বেছে বেছে। যার জন্য দর্শক আমাদের মনে রেখেছে। নোবেল বলেন, যে বিজ্ঞাপনটির শুটিং হলো, এটি রবির একটি প্রডাক্টের বিজ্ঞাপন। গল্পটা দারুণ। তাই আমরা কাজ করছি। মৌ বলেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে এখন একটা পরিবর্তন এসেছে। আমরা নিজেরাও এ ধরনের কাজের অভ্যস্ত, সেটি হলো সংলাপ নির্ভরতা। আগে গø্যামারটা বেশি গুরুত্ব দেয়া হতো, এখন সংলাপের গুরুত্ব বেশি। ভালো গল্প হলে ভালো বিজ্ঞাপন হয়। রবির সিনিয়র কর্মকর্তা ও মডেল নোবেল বলেন, ‘মডেল হিসেবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তাই সমাজের প্রতি, দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। এ জন্য বিজ্ঞাপনের মানের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয়, তেমনি আবার পণ্যের মানের দিকেও থাকতে হয়। সব মিলিয়ে বিজ্ঞাপনটি করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া বিজ্ঞাপনে নিজের কর্মক্ষেত্র রবির হয়ে কাজ করছি বলে ভালো লাগাটা একটু বেশিই।’ মৗ জানান, ‘আবারো নোবেলের সাথে বিজ্ঞাপনের কাজের সুযোগ পেয়ে ভাল লাগছে। আশা করি বিজ্ঞাপনটির কথা দর্শকের অনেকদিন মনে থাকেবে। নতুনদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্যটা জরুরী। ধৈর্যধারণ করলে ভালো কাজের সুযোগ আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন