বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সানসিল্ক ও চ্যানেল আই-এর আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২৩। তারুণ্যের ব্র্যান্ড সানসিল্ক, নতুন বছরে তারুণ্যের সৌন্দর্য আর আত্মবিশ্বাসকে শুভকামনা জানাতে চ্যানেল আই-এর সাথে তৃতীয়বারের মতো এই আয়োজনটি করে। চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের এই ঝলমলে আয়োজনের প্রথমেই ছিল হাজারো কণ্ঠে বর্ষবরণ। এরপরই চৈত্র সংক্রান্তির গান এবং মঙ্গল শোভাযাত্রা। গান, নাচ, ড্যান্স ড্রামা, ফ্যাশান শোসহ রঙিন এই আয়োজনে থাকে বিভিন্ন সঙ্গীত শিল্পীর পরিবেশনাও। এই আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ এবং আরো অনেকে। উপস্থিত ছিলেনন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কামরান বাকের এবং ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আকতার। এছাড়াও উপস্থিত ছিরেন সংঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথম বারের মতো এই ইভেন্টটি সানসিল্কের ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন