ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ভাগ্য হঠাৎ এলোমেলো হয়ে গেল। মাত্র দুই ঘন্টায় তার লোকসান হলো প্রায় ১৭০০ কোটি ডলার। বুধবার নিউ ইয়র্কে শেয়ার বাজারে তার সামাজিক এ মিডিয়ার দরপতন ঘটে শতকরা ২০ ভাগ। এতে তার ওই লোকসান হয়। যদি একই ধারা অব্যাহত থাকে তাহলে বøুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে তৃতীয় অবস্থান থেকে জাকারবার্গ নেমে যাবেন ষষ্ঠ স্থানে। এ বছর তার কোম্পানির লাভের ১৩৭০ কোটি ডলারও
হারাতে পারে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন