স্পোর্টস রিপোর্টার : মৌসুম সূচক ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতা কাপে বড় জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ৫-১ গোলে বিধ্বস্ত করে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকলো সাদাকালোরা। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী পেয়েছে ৯ পয়েন্ট।
কাল ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়েই লড়ে মোহামেডান। একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত করে তুলে প্রতিপক্ষ রক্ষণভাগকে। ম্যাচের ৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল পিওক্সের দুর পাল্লার শট মোহামেডান গোলরক্ষক নেহাল কর্নারে রক্ষা করার পরই ঘুরে দাঁড়ায় সাদাকালোরা। তারা পাল্টা আক্রমণে গিয়ে একের পর এবক গোলের সুযোগ সৃষ্টি করে। ম্যাচের বিশ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। এসময় মিডফিল্ডার মাশুক মিয়া জনির কর্নারে বল পেয়ে হেডে গোল করে দলকে এগিয়ে নেন গিনিয়ান ফরোয়ার্ড ইসমাঈল বাঙ্গুরা (১-০)। ৩১ মিনিটে দ্বিতীয় গোল পায় বিজয়ীরা। ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবের স্কোয়ার পাসে শট নিয়েছিলেন ইসমাইল বাঙ্গুরা। কিন্ত চট্টগ্রাম আবাহনীর রক্ষণভাগে বাঁধাপ্রাপ্ত হয়ে বল ফিরে আসে। ফিরতি বলে ফাঁকায় দাঁড়ানো মিডফিল্ডার বিপলু আহমেদ চমৎকার শটে গোল করেন (২-০)। ৩৬ মিনিটে লিওনেল পিওক্সকে বক্সের মাঝামাঝি ফাউল করেন মোহামেডান মিডফিল্ডার মাসুদ রানা। ফলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। অধিনায়ক জাহিদ হোসেন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান (১-২)। ৫১ মিনিটে আবারও ইসমাইল বাঙ্গুরার গোলে ব্যবধান বাড়ায় মোহামেডান। এসময় বিপলু আহমেদের ক্রস থেকে বল পেয়ে প্লেসিং শটে দলের পক্ষে তৃতীয় গোল করে বাঙ্গুরা (৩-১)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৬৪ মিনিটে টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা গোলটি করেন মাসুক মিয়া জনি। তিরি নিজ সীমানা থেকে দৌড় শুরু করে প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর চার জন খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার পাশ দিয়ে মাটি ঘেঁষা শটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন (৪-১)। ম্যাচের অতিরিক্ত সময়ে আবদুল মালেকের নিচু ক্রসে প্লেস করে করে ইউসুফ সিফাত পঞ্চম গোলটি করলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের। এদিকে একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী গোলশূণ্য ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। এই ড্র’তে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো আরামবাগ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন