ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের মৌসুমে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন চট্টগ্রাম আবাহনী লিমিটেড টানা তৃতীয় জয় পেলেও একাদশ রাউন্ডে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান ৫-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। সাদাকালোদের বড় জয়ে অধিনায়ক ও মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের জোড়া গোল অন্যতম ভূমিকা রেখেছে। এছাড়াও ফরহাদ মনা, অস্ট্রেলিয়ান অ্যারন রিয়ারডন ও জাফর ইকবাল একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ। ম্যাচ জিতে ১১ খেলায় চার জয়, পাঁচ ড্র ও দুই হারে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে দুই জয়, তিন ড্র ও ছয় হারে ৯ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে রহমতগঞ্জ।
অন্যদিকে কাল বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিজেদের একাদশ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে জয়ের ধারায় রয়েছে। চট্টগ্রাম আবাহনীর পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগড ও কেহিনদে যিশা একটি করে গোল করেন। পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন স্থানীয় ফরোয়ার্ড আল-আমিন। জয় পেয়ে ১১ খেলায় ছয় জয়, তিন ড্র ও দুই হারে ২১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানেই থাকল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে চারটি করে জয় ও ড্র এবং তিন হারে ১৬ পয়েন্ট পাওয়া পুলিশের অবস্থান ছয়ে। এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে নাটকীয়ভাবে রুখে দিয়েছে তালিকার তলানীর দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারা তিন, তিনবার এগিয়ে গিয়েও তৃতীয় জয়ের দেখা পেল না। ম্যাচে অপেক্ষাকৃত ভালো খেলে নিয়মিত গোল করে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। আর প্রতিবারই তা শোধ দিতে হয়েছে সাইফকে। ম্যাচে যোগকরা সময় দেওয়া হয় ১৩ মিনিট। ছয় গোলের নাটকীয় এমন এক ম্যাচ দেখেছেন গোপালগঞ্জের দর্শকরা। মুক্তিযোদ্ধার হয়ে জাপানী ফরোয়ার্ড তেতসুয়াকো মিসাওয়া, দিদারুল আলম ও আমিনুর রহমান সজিব একটি করে গোল করেন। সাইফের পক্ষে তিন গোল শোধ দেন সাজ্জাদ হোসেন শাকিল, রিয়াদুল হাসান রাফি এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদুহ। এই ড্রয়ে ১১ ম্যাচে চারটি করে জয় ও হার এবং তিন ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে সাইফ এবং সমান ম্যাচে দুই জয়, এক ড্র ও আট হারে ৭ পয়েন্ট নিয়ে দশমস্থানে মুক্তিযোদ্ধা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন