রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমির খান প্রডাকশন্স এবং টি-সিরিজ গুলশান কুমারের বায়োপিক নির্মাণ করবে

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

আমির খান প্রডাকশন্স এবং টি-সিরিজ ভারতের মিউজিক ব্যারন নামে খ্যাত গুলশান কুমারের জীবনী চলচ্চিত্র নির্মাণের জন্য হাত মিলিয়েছে। জানান হয়েছে ২০১৯ সালের শুরুতেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। সুভাষ কাপুর নিজের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ টুইটারের মাধ্যমে জানিয়েছেন : “আমির খান প্রডাকশন্স এবং টি-সিরিজ ২০১৯ সালের বড়দিনের ছুটিতে গুলশান কুমারের বায়োপিক মুক্তি দেবেৃপরিচালনা ও চিত্রনাট্য সুভাষ কাপুরেরৃ আগামী বছরের শুরুতে শুটিং শুরু হবে।” উল্লেখ্য, বেশ কিছুদিন আগে টি-সিরিজ তাদের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। তারা জানায় ফিল্মটির নাম হবে ‘ মোগল”। তার পর আর কিছু জানা যায়নি। আমির খান চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট হলেও তাতে অভিনয় করবেন না তা জানা গেছে। এতে কারা অভিনয় করবেন জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। গুলশান কুমার যেভাবে একজন সাধারণ ফলের রস বিক্রেতা থেকে ভারতের সবচেয়ে বড় মিউজিক লেবেলের প্রতিষ্ঠাতা হলেন তা নিয়েই চলচ্চিত্রটির কাহিনী এগোবে। একজন সাধারণ মানুষের এক বিখ্যাত মানুষে পরিণত হওয়ার এই কাহিনী যে এক অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্রের ভিত্তি হবে তা নিশ্চিত। ‘জলি এলএলবি’ পরিচালক সুভাষ কাপুর এরই মধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন