আজ ১ আগষ্ট সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সদস্য এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খানের পিতা এ্যাড. আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ খান ওরফে কামাল খানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। কামাল খান ১৯২৭ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ এবং ১৯৬২ সালে চট্টগ্রাম ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসামে তিনি তার কর্মের স্বীকৃতি হিসেবে ‘দ্যা গর্ভনর অব বেঙ্গল মেডেল’ পুরষ্কারে ভূষিত হন। এ ছাড়াও তিনি, চট্টগ্রাম বন্দরের পোর্ট কমিশনার এবং সিভিল ডিফেন্স, চট্টগ্রাম-এর অনারারী প্রধান প্রশাসকের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় প্রথম বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন