গত শুক্রবার ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’, ‘নওয়াবজাদে’, মৃদঙ্গ’ এবং ‘হোয়েন ওবামা লাভ্ড ওসামা’ ফিল্ম চারটি মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রথম দুটি ফিল্ম মুক্তি পেয়েছে। এই দুটির মধ্যে প্রথমটিরই কিছু সম্ভাবনা ছিল আর এটিই যা আয় করেছে। ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার’ সিরিজটি যে প্রথাগত এন্টারটেইনার তা নয়। এই ধরনের সাসপেন্স থ্রিলারের দর্শক কম, তবে এই সিরিজটির কিছু নিজস্ব দর্শক আছে। তারাই ফিল্মটি দেখেছে বা দেখবে। এই সিরিজের আগের দুটি পর্বের আয় এটির তুলনায় বেশ কম হলেও মনে রাখতে হবে সময় অনেক এগিয়েছে আর মুদ্রার মূল্যও কমেছে। আগের দুটির মত এটির নির্মাণও প্রশংসা করার মত কাহিনীও ভাল। ২০১১’র ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’২০১৩’র ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার রিটার্নস’-এর মত সাসপেন্স থ্রিলার ‘সাহেব, বিবি অওর গ্যাংস্টার থ্রি’পরিচালনা করছেন তিগমাংশু ঢুলিয়া। এতে সঞ্জয় দত্ত, জিমি শেরগিল, মাহি গিল, চিত্রাঙ্গদা সিং, সোহা আলি খান, কবির বেদি, নাফিসা আলি, দীপক তিজোরি এবং দীপরাজ রানা অভিনয় করেছেন। সপ্তাহান্ত পর্যন্ত চলচ্চিত্রটির আয় ৫.৭৫ কোটি রুপিকে অনেক বাণিজ্য বিশেষজ্ঞ বিপর্যয় বলে উল্লেখ করলেও তা বোধ হয় ঠিক নয়, কারণ এটি মাত্র ১০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে এবং এটি আরও কিছু দিন চলবে। এছাড়া এর টিভি প্রদর্শন সত্ত¡ থেকেও আয় হবে। গত শুক্রবারের আরেক ফিল্ম জয়েশ প্রধান পরিচালিত রোমান্টিক কমেডি ‘নওয়াবজাদে’। এতে অভিনয় করেছেন পুনিত পাঠক, রাঘব জুয়াল, ধর্মেশ ইয়েলান্ডে এবং ঈশা রিখি। সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটি ২.৫ কোটি রুপি আয় করেছে। এটিও স্বল্প বাজেটে নির্মিত তাই ঝুঁকি কম। এটি গড়ের চেয়ে কম প্রশংসা পেয়েছে। আগের শুক্রবারের ‘ধাড়াক’ শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ কোটি রুপি আয় করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন