শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অন্ত:সত্তা গৃহবধুর লাশ উদ্ধার

ফরিদপুর জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ফরিদপুরের নগরকান্দায় ৪ মাসের অন্ত:সত্ত¡া গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলা ফুলসুতি গ্রামের স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। গৃহবধূ চায়না বেগম (২৫) উপজেলার ফুলসুতি গ্রামের সোহাগ মোল্যার স্ত্রী ও লস্করপুর গ্রামের জালাল মাতুব্বরের মেয়ে। এ ঘটনায় চায়নার ভাই নান্নু মাতুব্বর নগরকান্দা থানায় হত্যার অভিযোগ করেছে। জানাগেছে ফুলসুতি গ্রামের মাজেদ মোল্যার ছেলে সোহাগ মোল্যার সাথে পার্শ্ববর্তী লস্করপুর গ্রামের জালাল মাতুব্বরের মেয়ে চায়না বেগমের ৬ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে এবং চায়না ৪ মাসের অন্তসত্বা ছিল। বিয়ের পর থেকে স্বামী সোহাগ মাদকাসক্ত ছিলো এবং মাঝে মধ্যেই নেশার টাকা চেয়ে স্ত্রীকে মারপিট করতো। চায়নার ভাই নান্নু মাতুব্বর বলেন, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে সোহাগের বোন কেয়া আক্তার মোবাইল ফোনে আমাদের সংবাদ দেয় চায়না ঘরের সিড়ি থেকে পড়ে অসুস্থ হয়েছে। আমি ও আমাদের পরিবারের লোকজন রাতেই পৌছিয়ে চায়নার লাশ ঘরের মেঝোতে পড়ে থাকতে দেখি। এসময় পরিবারের সদস্যদের বাড়ীতে না পেয়ে থানা পুলিশকে খবর দেই। তিনি অভিযোগ করে বলেন আমার বোনকে ওরা হত্যা করে পালিয়ে গেছে। নগরকান্দা থানার এসআই আকরাম হোসেন জানান সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারনা করা হচ্ছে চায়নাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন