সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শিক্ষার্থীরা আজও রাস্তায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১:৫৯ পিএম

নিরাপদ সড়কের দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল রাজধানীর আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এসে জড়ো হয় শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে তারা।
রাস্তায় যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায় শিক্ষার্থীদের। রাস্তায় যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় শিক্ষার্থীদের যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায়। অবাধ্য ট্রাফিক-ব্যবস্থাকে বশে আনতে আজকেও লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা।
লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা।
গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। আজ নিয়ে টানা পাঁচ দিন ধরে রাজধানীসহ ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করছে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
৩ আগস্ট, ২০১৮, ৪:০১ পিএম says : 0
Excess of any thing is bad.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন