ভারতীয় স্যাটেলাইট টেলিভিশনের সিরিয়ালগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘসময় চলা সিরিয়ালের অন্যতম ‘বালিকা বধূ’র কাহিনী এখন এক প্রজন্ম এগিয়ে নিয়ে যাবার প্রস্তুতি চলছে। জেনারেশন লিপ নামে পরিচিত কাহিনী এগিয়ে নেবার এই প্রক্রিয়ায় কাহিনীতে যেমন পরিবর্তন আনা হবে তেমনি কাস্টেও পরিবর্তন আসবে, নতুন কয়েকজন শিল্পী অন্তর্ভুক্ত হবে সিরিয়ালে। ইতোমধ্যে জানা গেছে মাহি বিজ এবং অবিনাশ সচদেব সিরিয়ালে আসছেন।
মাহি বড় নিম্বোলির চরিত্রে অভিনয় করবেন আর অবিনাশ করবেন বড় অমিতের চরিত্র। সর্বশেষ খবর হল অভিনেত্রী জয়শ্রী সোনিও সিরিয়ালটিতে কাজ করার জন্য যোগ দিয়েছেন। তার ভ‚মিকাটি হবে প্রধান খল। তিনি নিম্বোলির ছোট বোনের ভ‚মিকায় অভিনয় করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন