শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইভান খানের একক অ্যালবাম অন্তরে বাংলাদেশ

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : তরুণ সঙ্গীতশিল্পী ইভান খানের নতুন অ্যালবাম ‘অন্তরে বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে। অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা। এতে গান আছে মোট ১৩টি। গানগুলোর শিরোনাম হলো-বাংলাদেশ, অন্তরে, বনের রাজা সিংহ, অনেকদিন পর, প্রার্থনা, আমাকে জাগিও না, এত সুন্দর পৃথিবী, আল্লাহ তুমি কোথায়, বুঝতে পারিনি, আমি ভয় পাই না, মা ও দুটি ইন্সট্রুমেন্টাল ভার্সন। সবগুলো গানের সুর ও সংগীত করেছেন ইভান খান নিজে। ইভান খান বলেন, অ্যালবামটির কাজ করতে গিয়ে বেশ এনজয় করেছি। শ্রোতাদের কাছ থেকে গানগুলোর বেশ রেসপন্স পাচ্ছি। আগামীতে কনসার্টে নিয়মিত হতে চাই। তাছাড়া আমার কম্পোজিশনে দেশের ভালো ভালো শিল্পদেরও কাজ করতে চাই। আমার স্টুডিওতে প্রতিদিন নতুন নতুন গানের সুর সংগীত নিয়ে কাজ করি। সংগীত জগতে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো-এমনটাই আমার স্বপ্ন ও সাধনা। এরইমধ্যে বনের রাজা সিংহ গানটির মিউজিক ভিডিও প্রচার হচ্ছে ইউটিউব ও চ্যানেলে। গানটির ভিডিও শুটিং হয়েছে বাংলাদেশ প্রাকৃতিক লোকেশনে ও কানাডার কিছু দর্শনীয় জায়গায়। ইভান জানান, তিনি নিয়মিত বিভিন্ন অ্যালবাম, সিনেমা ও নাটকের গানে সুর সংগীত পরিচালনা করতে চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন