নিরাপদ সড়কের দাবীতে সারা দেশের ন্যায় গতকাল শনিবার সপ্তম দিনেও দিনাজপুরের ফুরবাড়ীতে আন্দোলন চালিয়ে গেছে ক্ষুদে শিক্ষর্থীরা।
শনিবার সকাল ১০ টায় পৌর শহরের ঢাকামোড় শাপলা চত্তরে অবস্থান নেয় শহরের বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়ণরত শহ¯্রাধিক শিক্ষার্থী। তারা বিভিন্ন ব্যানার -ফেস্টুন নিয়ে ঢাকামোড় শাপলা চত্তরে ঘন্টাব্যাপী মানব বন্ধন করে। মানব বন্ধনের পাশা-পাশি রাস্তায় ট্রাফিকের ভুমিকায় নেমে,দিনাজপুর-ঢাকা মহাসড়কে চলাচলরত যানবহন গুলোকে ট্রাফিক আইন মেনে চলার দিক নির্দেশনা দেয় শিক্ষার্থীরা এবং ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করে চলাচলরত গাড়ীগুলোকে।
আন্দোলনরত ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, আমরা পেপার পত্রিকা ও টেলিভিশনে দেখতে পাচ্ছি সরকার নাকি সব দাবী মেনে নিয়েছে অথচ তার কোন বাস্তবায়ন দেখছিনা। তারা প্রশ্ন তুলে বলেন সরকার যদি দাবী মেনে নেয় তাহলে রাস্তায় ট্রাফিক কোথায়। তারা আরো বলেন এখনো রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে চালকরা। গত শুক্রবারেও রাস্তায় অনেকের প্রানহানীর ঘটনা ঘটেছে। তাদের চলাচলের রাস্তা নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানায় তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন