শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোরিয়ায় জয়ের ধারায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় অনুশীলনরত বাংলাদেশ ফুটবল দল প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল মকপো ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ শুরুতে পিছিয়ে পরলেও ৩-১ গোলে হারায় চোদাং বিশ্ববিদ্যালয় দলকে। বিজয়ীদের পক্ষে বিপলু আহমেদ, মতিন মিয়া ও রবিউল হাসান একটি করে গোল করেন। স্বাগতিক চোদাং বিশ্ববিদ্যালয়ের হয়ে একমাত্র গোলটি করেন উই চান জং।
এর আগে গত ১ আগষ্ট সফরের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারে গুয়াংজু এএফসির বিপক্ষে। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচে লাল-সবুজরা ২-১ গোলে হারিয়ে দেয় শিহান বিশ্ববিদ্যালয় দলকে। আর শেষ ম্যাচে কোচ জেমি ডে’র শিষ্যদের চোদাং বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে সহজ জয় তুলে নেয়। এ জয়ে বলা যায় কোরিয়ায় ভালোই প্রস্তুতি সারলো বাংলাদেশ দল।
কাল ম্যাচের ১৭ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন উই চান জং (১-০)। ৩৯ মিনিটে বিপলু আহমেদের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ (১-১)। ৭৮ মিনিটে মতিন মিয়ার গোলে এগিয়ে যায় লাল-সবুজরা (২-১)। ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন রবিউল হাসান (৩-১)।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রধান কোচ জেমি ডে বলেন,‘আমাদের খেলোয়াড়রা আগের ম্যাচের চেয়ে আজ (গতকাল) বেশি ভালো খেলেছে। দিনদিন তারা উন্নতি করছে। দলে কোন ইনজুরি সমস্যা নেই। ছেলেরা সবাই সুস্থ আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন