শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রধান নির্বাচক পদে ইনজামাম

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : খবরটা চাউর হয়েছিল আগেই। কিংবদন্তী ব্যাটসম্যান ইনজাম-উল-হক ফিরছেন পাকিস্তান ক্রিকেটে। তাকে দলের প্রধান নির্বাচক করা নিয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল আগেই। বাকি ছিল শুধু ঘোষণা। গতকাল সেটিও হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ইনজামামকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে দেশের ক্রিকেটে যুক্ত হলেন ইনজি। তার অধীনে আফগান ক্রিকেটের শৈশবেই এসছে অভাবনীয় সাফল্য। ২০১৫ সালের শেষের দিকে জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে আফগান ক্রিকেটের সাথে যুক্ত হন তিনি। সেই সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছিল তার দল। ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে টপকে সুপার টেন পর্বে জায়গা করে নেয় আফগানরা। তাদের জয়ের ধারা বজায় রেখে হারিয়েছিল টি২০’র জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজকে। এবারের বিশ্বকাপে একমাত্র আফগানিস্তানের বিপক্ষেই হেরেছিল চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের সাফল্যের এই কারিগরকে পেতে তাই উদগ্রীব হয় পিসিবি। আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) সাথে তার চুক্তি মেয়াদ। তাকে ছেড়ে দিতে এসিবির চেয়ারম্যানকে ফোনও করেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। দ্বিপাক্ষিক আলোচনার পর আফগান কোচের পদ ছেড়ে এবার আনুষ্ঠানিকভাবে পাক দলের প্রধান নির্বাচকের পদে অসীন হলেন ইনজামাম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেনÑ ‘আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমি প্রথমে খেলোয়াড়দের দেখব, ইনশাল্লাহ দ্রæতই আপনারা পরিবর্তন দেখতে পাবেন। আমি এখানে এসেছি দেশের সেবার জন্যে এবং আমি কখনো এটা ছেড়ে যাব না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন