প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা থাকাকালে তার গাড়ি বহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি ও বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন সহ ১০ নেতাকর্মী আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম এসব অসামীকে খালাসের রায় প্রদান করেন। ২০০৪ সালের ২ এপ্রিল দক্ষিণাঞ্চল সফরকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ঐ হামলার ঘটনা ঘটে। খালাসপ্রাপ্তরা হচ্ছেন বরিশালÑ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের তৎকালীন এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা ফজলু পেয়াদা, সরোয়ার আলম, হাবুল সরদার, চুন্নু সিকদার, মো. আউয়াল, মাহফুজ মোল্লা, মাহমুদ মোল্লা, রুবেল হাওলাদার ও মো. বাবুল। এ প্রসঙ্গে সরকার পক্ষের এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মামলার স্বাক্ষীরা স্বাক্ষ্য দিতে না আসায় অভিযোগটি আদালতে প্রমান করা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন