রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ই-সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক-বিজনেস অটোমেশন সমঝোতা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ই-সার্ভিস’র আওতায় ব্যাংকিং কার্যক্রমের স¤প্রসারণ তথা ডিজিটালাইজড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে দ্রæততম সময়ে ও নিরাপদে সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম পৌঁছে দিতে সোনালী ব্যাংক ও বিজনেস অটোমেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস ও বিজনেস অটোমেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান স্বাক্ষর করেন। ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের হজ্বের সামগ্রিক কার্যক্রম বেজা, হাইটেক পার্ক, বিসিএসআইআর, বিটিআরসি এবং বেসিস ইতোমধ্যে বিজনেস অটোমেশন লিমিটেড এর ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম ব্যবহার করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি (অতিরিক্ত দায়িত্বে) কামরুজ্জামান চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম সাজেদুর রহমান খান, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার পরিতোষ কুমার তরুয়া, পরিচালক শোয়েব আহমেদ মাসুদ ও জাকির আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন