মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার যুব এশিয়া কাপ চট্টগ্রাম ও কক্সবাজারে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম


 গত বছর আন্তর্জাতিক ক্রিকেট এশিয়ান ইমার্জিং কাপ অনুষ্ঠিত হয়েছিল এমএ আজিজ স্টেডিয়ামে। এবারে আবার আন্তর্জাতিক ক্রিকেট অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসবে। দুইটি গ্রæপে ভাগ হয়ে আয়োজক বাংলাদেশসহ এ আসরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং অংশ নেবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ৭ অক্টোবর। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে চারটি ভেন্যু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি মাঠ। এ ভেন্যুগুলোর মধ্যে তিনটিতে নিয়মিত ক্রিকেট হয়ে থাকলেও এমএ আজিজ স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনিয়মিত। ফলে এ মাঠ ক্রিকেট উপযোগী নয়। এ মাঠে ঘরোয়া ফুটবল ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রিকেট আসর এ মাঠে অনুষ্ঠিত হলে ঘরোয়া খেলাধুলার ব্যাহত হয়। বিশেষ করে ফুটবল লিগ। এ নিয়ে ফুটবলারদের মধ্যে রয়েছে নানা ক্ষোভ। তারপরও অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিধায় লম্বা সময়ের জন্য মাঠ চলে যাচ্ছে বিসিবির অধীনে। যেহেতু এ মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা হয়ে থাকে তাই মাঠ প্রস্তুতসহ আনুষাঙ্গিক কাজ ঈদের পরপরই শুরু হবে। ফলে এশিয়া কাপ শেষে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করতে হবে আয়োজকদের। এদিকে প্রিমিয়ার ফুটবল লীগ কবে শুরু করা যাবে তা নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর সাথে আয়োজক এক বৈঠক করেন গতকাল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন