সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

যুব এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

আগামী ২৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্বের এবারের আসরকে সামনে রেখে গতকালই সূচি প্রকাশ করেছে এসিসি। যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
এবার বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে ক্ষুদে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। এশিয়া কাপে বাংলাদেশ খেলবে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। রাকিবুল হাসানের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক প্রান্তিক নওরোজ নাবিল ছাড়াও রয়েছেন মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন ম-ল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন