বেশ কিছু দিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল সালমান খানের বিপরীতে দীপিকা পাডুকোন অভিনয় করবেন। নির্মাতাদেরও চেষ্টার অন্ত ছিল না তাদের জুটিবদ্ধ করার জন্য। অবশেষে মাত্র কয়েক দিন আগে নিশ্চিত হয়েছে দীপিকা কবির খানের একটি চলচ্চিত্রে সালমানের বিপরীতে অভিনয় করবেন। এতে দুই তারকার ভক্তরাই খুশি হবে নিশ্চিত।
কিন্তু এই চলচ্চিত্রটিতে স্বাক্ষর করার আগে নির্মাতাদের কাছে দীপিকা একটি শর্ত দিয়েছিলেন। কিন্তু এই শর্তটি কী? এক প্রতিবেদন থেকে জানা যায়, চলচ্চিত্রটিতে কাজ করার অফার পাওয়ার পর দীপিকা নির্মাতাদের শর্ত দিয়েছিলেন তার চরিত্রটি যেন অবশ্যই গুরুত্বপূর্ণ হয়।
যতটুকু জানা যায়, ‘পিকু’ চলচ্চিত্রের পর তিনি তারকা ও অভিনেত্রী হিসেবে যে মর্যাদা পাচ্ছেন তাতে সালমানের মতো প্রথম সারির অভিনেতার সঙ্গে শুধু নায়িকা হিসেবে গৌণ ভ‚মিকায় অভিনয়ে তিনি আর ইচ্ছুক নন।
অনেকে বলেছে, দীপিকার মতো অভিনেত্রীর জন্য এমন শর্ত দেয়া স্বাভাবিক। সালমানের বিপরীতে চলচ্চিত্রটির নাম এখনও নির্ধারণ হয়নি।
বলিউড ছাড়াও হলিউডে দীপিকার অভিষেক হচ্ছে ভিন ডিজেল অভিনীত ‘ট্রিপল এক্স’ চলচ্চিত্রের আগামী পর্বে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন