শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নিজেকে জীবিত প্রমাণ করার জন্য নাচের পার্টিতে প্রিন্স

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আজ পর্যন্ত কত তারকা যে ভুয়া মারা যাওয়ার গুজবের শিকার হয়েছেন তার ইয়ত্তা নেই। সেই চার্লি চ্যাপলিন আর ফ্র্যাঙ্ক সিনাত্রা থেকে শুরু করে পল ম্যাকার্টনি পর্যন্ত তারকাদের ভুয়া ‘মৃত্যুমুখে পতিত’ হওয়ার গুজব রটেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে(!) জীবিত থেকেও মারা গেছেন জন বন জোভি, সেলিন ডিওন, জেরি স্প্রিঙ্গার এবং এডি মারফি। আর সর্বশেষ মৃত্যু গুজবের মুখে পড়েছেন পপ তারকা প্রিন্স ওরফে প্রিন্স রজার্স নেলসন। অসুস্থ হয়েছিলেন তিনি ঠিকই তবে মারা যাননি।
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই গায়কটি এক নাচের পার্টিতে যোগ দেন। ১০ ডলার দিয়ে টিকিট কিনে এই পার্টিতে যোগ দেয়ার উদ্দেশ্য ছিল শুধু প্রমাণ করা তিনি বেঁচে আছেন।
তার টুইটার পেজে তিনি সেই পার্টিতে অংশগ্রহণের একটি ছবিও পোস্ট করে দেন যাতে বিশ্বব্যাপী তার বেঁচে থাকার বিষয়টি প্রচার পায় এবং বিভ্রান্তি দূর হয়।
‘দ্য পার্পল রেইন’ গানের জন্য খ্যাত গায়কটি ক্যাপশনে লিখেছেন : “ভাল আবহাওয়া এবং সব ভালবাসা আর সমর্থনের উদ্দেশ্যে”।
গায়কটি বর্তমানে ‘দ্য বিউটিফুল ওয়ান্স’ নামে একটি স্মৃতিকথা লিখছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন