অ্যান্ডটিভির জনপ্রিয় সিরিয়াল ‘ভাবী জি ঘার পার হ্যায়!’ সিরিয়ালে আঙ্গুরির চরিত্র থেকে বাদ পড়লেন অভিনেত্রী শিল্পা শিন্দে (ছবিতে বাঁয়ে)। তার জায়গায় আসছেন শুভাঙ্গী আত্রে।
সিরিয়ালটির প্রযোজক বেনাইফার কোহলি সম্প্রতি জানিয়েছেন, ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কস্তুরি’ এবং ‘চিড়িয়া ঘর’ সিরিয়ালগুলোর জন্য খ্যাত শুভাঙ্গী আঙ্গনরি ভাবীর ভূমিকায় অভিনয় করবেন।
প্রযোজকের সঙ্গে ব্যক্তিগত রেষারেষির কারণে বেশ কিছু দিন শিল্পা সিরিয়ালটির সেটে আসা থেকে বিরত আছেন।
এর আগে প্রযোজকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের চলচ্চিত্র ও টিভির অভিনয়শিল্পী ও প্রযোজকদের আলাদা দুটি সংগঠন অভিনেত্রীটিকে অসহযোগিতার কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয় এবং তাকে কাজে না নেওয়ার জন্য নোটিশ দেয়। এর ফলে কোনো সম্প্রচারকারী তার অনুষ্ঠান প্রচার করতে পারবে না এবং কোনো নির্মাতা তাকে কাজে নিতে পারবেন না। এতে শিল্পা বলেন, তার কাজ বন্ধ করার অধিকার সংগঠনগুলোর নেই।
‘ভাবী জি ঘার পার হ্যায়!’ সিরিয়ালে আরও অভিনয় করেন আশিফ শেখ, সৌম্য ট্যান্ডন এবং রোহিতাশ গৌড়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন