বৈশাখী টেলিভিশনে ঈদের অনুষ্ঠানমালায় রয়েছে ৬টি ধারাবাহিক এবং ৭টি একক নাটক। এরমধ্যে কোনো কোনোটি আবার গত ঈদুল ফিতরে প্রচারিত তুমুল জনপ্রিয়তা পাওয়া নাটকের সিক্যুয়েল। ৬টি ধারাবাহিক নাটকের মধ্যে প্রতিদিন দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে ‘খোকা কঞ্জুস’। জাহিদ হাসান,দীপা খন্দকার,ছন্দা,জোভান অভিনীত নাটকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক। পরিচালনায় শাহরিয়ার সুমন। প্রতিদি সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে ‘কিপ্টা দুলাভাই’। রচনা: আসাদুজ্জামান সোহাগ,পরিচালনা: রুমান রুনি। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান, নাদিয়া, মিম, কাজল সুবর্ণা প্রমুখ। প্রতিদিন রাত ৭.৩০ রয়েছে ‘ব্রেক ফেইল-৪’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। অভিনয়ে সাজু খাদেম, মিশু সাব্বির,অহনা,নাজিরা মৌ, মম মোরশেদ,কচি খন্দকার প্রমুখ প্রতিদি রাত ৯.১৫ মিনিটে থাকছে সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় ‘কিড সোলায়মান-২’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, মিলন ভট্ট, তারিক স্বপন প্রমুখ। প্রতিদিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘লাল দালান’। নাটকটিতে এই প্রথম অভিনয় করেছেন কণ্ঠর্শিপী কাজী শুভ। তার সঙ্গে রয়েছেন আ খ ম হাসান, শখ, বাবর, জামিল, বড়দা মিঠু, এহছানুল হক মিনু, শামীমা নাজনীন, অনুভব, পাভেল প্রমুখ। প্রতিদিন রাত ১১.১০ মিনিটে রয়েছে ‘বউয়ের দোয়া পরিবহন’। আলমগীর আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনেতা অভিনেত্রী হলেন আ খ ম হাসান, জামিল, মৌসুমী হামিদ, আলভী, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমিরুল হক চেীধুরী প্রমুখ। ঈদের সাত দিন রাত ৮.১০ মিনিটে প্রচার হবে ৭টি একক নাটক। ঈদের প্রথম দিন প্রচার হবে সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় ‘মেইড ইন ফরেন-৩’। নাটকটিতে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, তানিয়া বৃষ্টি, এহসানুল হক মিনু, শাহেলা, পৃথা প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রয়েছে ‘যেই লাউ সেই কদু-২’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা আল হাজেন। অভিনয়ে: অহনা, রাশেদ সীমান্ত, রুমি, শফিক খান দিলু, হায়দার, মিলন ভট্ট প্রমুখ। তৃতীয় দিন রয়েছে ‘গানম্যান’। শৌর্য দীপ্ত সূর্য’র রচনা ও পরিচালনায় এত অভিনয় করেছেন জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, এমিলা হক, আলী রাজ, রাশেদা চৌধুরী প্রমুখ। চতুর্থ দিন প্রচার হবে ‘পাত্র নির্বাচন’। রচনা ও পরিচালনা: শাহজাদা মামুন। অভিনয় করেছেন সজল, আলভী, আল মনসুর, মার্শাল, কাজী রাজু প্রমুখ। ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘হিটলার হারুন’। রুহুল আমিন পথিকের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, শখ প্রমুখ। ৭ম দিন রয়েছে ‘প্রেম পরীক্ষা’। রচনা: মির্জা রাকিব,পরিচালনা: সাদেক সিদ্দিকী। অভিনয়ে: শাহেদ শরিফ খান, দোলনদে, নিলীমা শিল্পী, হান্নান শেলি, অভি, বৈশাখী প্রমুখ। ঈদ নাটক নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘গত ঈদুল ফিতরে বিশ^কাপ ফুটবলের উন্মাদনার মধ্যেও আমাদের নাটকগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশ^কাপ ফুটবল সম্প্রচার করা ৪টি টিভি চ্যানেলের পর বৈশাখী টিভিই ছিল টিআরপির শীর্ষে। আমাদের মূল উদ্দেশ্য দর্শকদের বিনোদন দেওয়া,এবারও তার ব্যত্যয় হবে না। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন