বিনোদন ডেস্ক : ২২ এপ্রিল থেকে মাইম আর্ট এর আয়োজনে তিন মাসব্যাপী মূকাভিনয় কর্মশালা শুরু হচ্ছে। শিশু-কিশোররাও এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। এই কর্মশালা প্রশিক্ষণ দিবেন সাংবাদিক ও মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। এই কর্মশালার মাধ্যমে দলে নতুন সদস্য সংগ্রহ করবে মাইম আর্ট। আগ্রহীরা শিল্পকলা একাডেমির কফি হাইজ, চিলেকোঠা, হ্যাসেল, আজিজ সুপা মার্কেট এর তৃতীয় তালায় বালুচর (৮১নং), বেইলীরোড থিয়েটার কর্ণার থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে। িি.িসরসবধৎঃ.রহভড় এই ওয়েবসাইটে অনলাইনেও ফরম পূরণ করা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন