বিনোদন ডেস্ক : ‘সারাটি জীবন গানটির মিউজিক ভিডিও-এর সাফল্যের পর পহেলা বৈশাখ উপলক্ষে গানচিল মিউজিকের লেবেল থেকে প্রকাশিত হলো সংগীতশিল্পী আরিফ আহমেদের নতুন গানের মিউজিক ভিডিও ‘মনে মনে’। গানটির কথা ও সুর করেছেন সংগীতশিল্পী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। এতে মডেল হিসেবে অভিনয় করেছে লিপসি। গানটির স্টুডিও ভার্সন এটি। শীঘ্রই গানটির আউটডোর ভার্সন প্রকাশ করা হবে যা নির্মিত হয়েছে সিলেটের জাফলং এ। মিউজিক ভিডিওটি আরিফ আহমেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওসিঙ্গার আরিফ আহমেদ থেকে প্রকাশ করা হয়েছে। গানটির কলার টিউন জিপি, এয়ারটেল, রবি, বাংলালিংক এবং টেলিটক এ পাওয়া যাবে। মিউজিক ভিডিওটি সম্পর্কে আরিফ বলেন, চেষ্টা করেছি দর্শকদের ভালো একটি গান উপহার দেয়ার জন্য। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন আরো একটি গান নিয়ে কাজ করছি, যার নাম ‘হৃদয় আঙিনায়’। এর সংগীতায়োজন করছেন পারভেজ জুয়েল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন