বাগেরহাটের শরণখোলায় সম্প্রতি এক বাস দুর্ঘটনায় বাস মালিকের ভাইকে চালক দেখিয়ে থানা পুলিশ একটি হয়রানিমূলক মামলা দায়ের করেছে। উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে বেলাল মুন্সী রোববার বিকালে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরে বলেন, গত ২ আগস্ট শরণখোলা-মোড়েলগঞ্জ সড়কের মধ্য নলবুনিয়া এলাকায় ঢাকা-মেট্রো-জ-৫৫৮০ নাম্বারবাহী মিনিবাস দূর্ঘটনায় পতিত হয়। এসময় বাসের চালক মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা মোখলেস বেপারীর ছেলে সাইফুল বেপারী (৩৪) ও অন্যরা পালিয়ে যায়। কিন্তু পরদিন শরণখোলা থানা পুলিশের এস.আই সাখায়েতুল ইসলাম বাদী হয়ে সৌদি প্রবাসী বাস মালিক আলম মুন্সীর ছোট ভাই জাকির মুন্সী (৩২) কে চালক দেখিয়ে একটি মামলা রেকর্ড করে। রহস্যজনক কারণে বাসের মুল চালক, সুপারভাইজার ও হেলপারকে আসামী না করে স্বার্থান্বেষী মহলের ইন্ধনে জাকিরের বিরুদ্ধে এ মামলা রেকর্ড করা হয়েছে বলে দাবী করা হয় সংবাদ সম্মেলনে। তবে, মামলার বাদী এসআই সাখায়েতুল ইসলাম বলেন, দূর্ঘটনার পর ড্রাইভার ও অন্যরা পালিয়ে যায়। খোঁজখবর নিয়ে ওই গাড়ীর চালক হিসাবে জাকিরের নাম পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন