শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কার্ডিফে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীত, ছড়াগান, ফ্যাশন শো, দলীয় নৃত্য, নাটিকা আর বৈশাখী মেলার মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের (সিআইএসডি) ধানমন্ডি শাখা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের ব্যবস্থাপনায় নিয়োজিত সবাই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বিশিষ্ট কবি আসাদ চৌধুরী তার বক্তব্যে পহেলা বৈশাখের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি আরিফ মঈনউদ্দীন এই উদযাপনের মাধ্যমে বাঙালি জাতির বিপুল প্রাণশক্তির কথা উল্লেখ করেন। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এ এম এম খায়রুল বাসার এই উৎসবের প্রেক্ষিতে বলেন, পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাঙালি জাতি শুধু যে তার শেকড়ের সন্ধানই পায় তা নয়, সে লাভ করে তার সমৃদ্ধ ঐতিহ্য এবং সুমহান ট্র্যাডিশনের খোঁজ। বিশ্বায়নের এ যুগে টিকে থাকার লক্ষে সি আই এস ডি তাই তার শিক্ষার্থীদের যেমন একদিকে বিশ্ব নাগরিক হওয়ার প্রচেষ্টায় নিবেদিত, ঠিক তেমনি তারা যেন তাদের মাতৃভ‚মিকে ভুলে না যায় সেই মর্মে দেশীয় সংস্কৃতির কর্মকাÐ তাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন কার্ডিফ স্কুল করে যাচ্ছে। নববর্ষকে বরণ করে নেয়ার এই উদযাপনে পুরো স্কুলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় যেখানে শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন