সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার

চান্দিনা উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

কুমিল্লার চান্দিনায় জামাল হোসেন (৩০) নামের এক হকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিন দিন পর গতকাল সোমবার সকালে চান্দিনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হারং পশ্চিমপাড়া এলাকার ফসলি জমি থেকে জামালের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামাল হোসেন হারং গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি হকারি করে ঝাল মুড়ি বিক্রি করতেন। এদিকে কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত আরো এক যুবকের (৪২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামালের স্ত্রী পারভীন জানান, গত শুক্রবার রাত ১০ টার দিকে জামালের দুই বন্ধু হোসেন ও কামাল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে জামাল ঘরে না ফেরায় পরদিন সকালে হোসেন ও কামালের বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে তারা কিছু জানেন না বলে জানান। এদিকে পরদিন শনিবারও জামালের কোনও খোঁজ না পেয়ে চান্দিনা থানাকে অবহিত করা হয়। গতকাল সোমবার সকাল ৭ টার দিকে হারং গ্রামের এক কৃষক ফসলি জমিতে ঘাস কাটতে গিয়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে জামালের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন ও কামাল হোসেন নামের দুইজনকে আটক করেছে। এদিকে কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৪২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের কাচিয়াতলী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত এবং ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন