রাজধানীর ডেমরার এলাকায় ডোবার পানিতে পরে ডুবে গিয়ে সৈয়দ সাকিবুল্লাহ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । গতকাল বেলা আড়াইটার দিকে ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। শিশুটির বাবা হুমায়ুন কবির জানান, তারা ডেমড়ার ঠুলঠুলিয়া এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। বাসার পাশে একটি ডোবা আছে। গতকাল দুপরের পর তার ছেলে ডোবার উপরে থাকা বাঁশের সাঁকোতে বসে খেল করছিল। এ সময় অসতর্কতাবশত সাঁকো থেকে পানিতে পরে ডুবে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৩টার দিকে মৃত ঘোষনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন