চট্টগ্রামের কেরানি হাটে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি ছিলেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি এবং আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন, এমপি। অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহায়মেন সহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কেরানী হাট, চট্টগ্রাম শাখা অত্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
এ ই আব্দুল মুহায়মেন বলেন, সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন