শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাশারের বাসায় পুলিশের তল্লাশির নিন্দা জানিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:৩৬ এএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের বাসায় পুলিশের তল্লাশি ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। গত মঙ্গলবার রাত ৮টায় কাজী আবুল বাশারের পুরাতন ঢাকার ওয়ারীর বাসায় পুলিশ ঢুকে ব্যপকভাবে ভাংচুর, তছনছ করে বলে অভিযোগ করা হয়। তার বাসায় পুলিশের তল্লাশির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান শাসকগোষ্ঠী মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে দেশকে এক ভয়াবহ ও গভীর সংকটে নিপাতিত করেছে। প্রতিদিন বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা ও ব্যপকভাবে ভাংচুর, তছনছ এবং ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার বাহিনীর মতোই আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী শাসনের পাহারাদার হিসেবে নিত্যকার সহিংস ঘটনায় লিপ্ত রয়েছে। পুলিশ বিএনপি চেয়ারপারসন সম্পর্কে কটূক্তি করলে কাজী বাশারের স্ত্রী সেটি প্রতিবাদ করলে তাকে নিজ বাসায় না থাকার জন্য হুমকি দেয়। এরকম নৈরাজ্যকর পরিস্থিতি ও অবর্ণনীয় দু:শাসন থেকে বাঁচতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো ছাড়া অন্য কোন পথ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন