শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে আসছে রকমারী আয়োজন নিয়ে জমজমাট পাঁচফোড়ন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টকশোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এর উপস্থাপনা সাজানো হয়েছে। ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নে কোরবানির ঈদকে নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। গান থাকছে তিনটি। একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী ও প্রতিক হাসান। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। আর একটি গান গেয়েছেন শিল্পী আকবর। আকবরের গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন রাজেশ। এছাড়াও কোরবানীর গরু ও ছাগলকে নিয়ে বিভিন্ন স্থানে চিত্রায়িত একটি ভিন্নধর্মী ব্যঙ্গাত্মক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন একদল নৃত্য শিল্পী। আমরা অনেকেই গরুকে নির্বোধ বলে গালি দেই কিন্তু এবারের পাঁচফোড়নে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বী-আঙ্গারো গ্রামের কাউয়াক নামের একটি বাথানের উপর করা রিপোটিংটি দেখলে বোঝা যাবে গরুকে আমরা যতটা নিবোর্ধ ভাবি গরু বোধহয় ততটা নির্বোধ নয়। এছাড়াও ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গড়ে উঠা একটি ব্যতিক্রমী খামারের উপর রয়েছে চমৎকার রিপোটিং। যে খামারে রয়েছে দেশে প্রথম আসা নাম, বর্ণ, আকৃতির বিভিন্ন জাতের কোরবানি দেওয়ার উপযোগি গরু, ছাগল, উট, দুম্বা। উলে­খ্য দেশের সবচেয়ে দামী গরুটিও এই ফার্ম থেকেই বিক্রি হয়েছে। পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ থাকে। এবারও কোরবানী ঈদ ও অন্যান্য বিষয়ের উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-সোলায়মান খোকা, কেএস ফিরোজ, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, কাজী আসাদ, জিল­ুর রহমান, অশোক বড়–য়া, সাজ্জাদ সাজু, আনোয়ার শাহী, বিণয় ভদ্র, বিলু বড়–য়া, জামিল, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, আসমা, মতিউর রহমান, বাহার, মনজুর আলম, জাহিদ চৌধুরী, হাশিম মাসুদ, স্বপনসহ আরো অনেকে। পাঁচফোড়ন নির্মান করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০:৩০ মিনিটে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন