শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলে গেলেন অ্যারিথা ফ্র্যাঙ্কলিন

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

দীর্ঘ কয়েক বছর রোগে ভোগার পর মার্কিন কণ্ঠশিল্পী অ্যারিথা ফ্র্যাঙ্কলিন মৃত্যুবরণ করেছেন। মারাত্মকভাবে অসুস্থ হবার কারণে মার্কিন কণ্ঠশিল্পী অ্যারিথা ফ্র্যাঙ্কলিন তার আশু কনসার্টগুলো বাতিল করেছিলেন। সোল সঙ্গীতে সম্রাজ্ঞী হিসেবে খ্যাত অ্যারিথা বিগত কয়েকটি বছর ধরেই খুব অসুস্থ ছিলেন। তার অসুস্থতা এতোটাই মারাত্মক যে তার পরিবারের সদস্যরা আর ঘনিষ্ঠ জনরা এখন তাকে শেষ বিদায় জানাবার প্রতীক্ষায় ছিল। আর তারা সেই শেষ বিদায় জানালেন তাকে ডেট্রয়েট সময় সকাল ৯টা পঞ্চাশে। জানান হয়েছে প্যানক্রিয়াটিক ক্যান্সাওে তিনি ৭৬ বছর বয়সে মারা গেেেছন। তার ঘনিষ্ঠ এক সূত্র পিপল সাময়িকীকে বলেছে, “তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি চাইছিলেন না সবাই তার অসুস্থতার কথা জানুক তিনি বিষয়টি সাধারণের জন্য অজানা রাখতে চেয়েছিলেন।” এর মধ্যে ৭৬ বছর বয়সী কণ্ঠশিল্পী ও গীতিকারটির ওজন ৮৬ পাউন্ডে নেমে এসেছে এবং তার অসুস্থতা ক্রমে বাড়ছিল বলে জানা যায়। এ সূত্র জানিয়েছিল সবার প্রস্তুতি নেয়া উচিত কারণ তার মৃত্যু খুব কাছে। গত কয়েক বছরে অ্যরিথা মাত্র কয়েকবার মঞ্চে পারফর্ম করেছেন সর্বশেষ তাকে দেখা গেছে নভেম্বরে এল্টন জনের এইডস ফাউন্ডেশনের অনুষ্ঠানে। অ্যারিথা ‘রেসপেক্ট’, ‘ন্যাচরাল উইমেন’ এবং ‘আই সে আ লিটল প্রেয়ার’ গানগুলো গেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন