শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্মিথ-ওয়ার্নারকে মিস করছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার বোলিং কিংবদন্তি শেন ওয়ার্ন চাইছেন, যত দ্রুত সম্ভব ‘নিষিদ্ধ’ ক্রিকেটার স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে জাতীয় দলে দেখতে। টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন এ ব্যাপারে যত দ্রæত সম্ভব বোর্ডকে এগিয়ে আসতে হবে বলেও মনে করেন। সাবেক অধিনায়ক স্মিথ এবং সহকারী অধিনায়ক ওয়ার্নার বল টেম্পারিং ইস্যুতে এক বছরর জন্য নিষিদ্ধ হন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর স্মিথ-ওয়ার্নার টি-টোয়েন্টির বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। এই দুই ব্যাটিং তারকাকে ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছেও হারে অস্ট্রেলিয়া।
ওয়ার্ন মনে করেন এই দুজন একসঙ্গে জাতীয় দলে না থাকায় দলের ব্যাটিং ভারসাম্য নেই। ওয়ার্ন জানান, আমি মনে করি তারা আবারো জাতীয় দলে ফিরবে। তাদের খুব প্রয়োজন। এ ব্যাপারে বোর্ডকে এগিয়ে আসতে হবে। অস্ট্রেলিয়ার বর্তমান ব্যাটিং লাইনআপ দেখুন, স্কোর করার মতো ব্যাটসম্যানের অভাব দেখা যাচ্ছে। স্মিথ-ওয়ার্নার নিজেদের মতোই খেলে যাচ্ছে। আমি বিশ্বাস করি তারা নিষেধাজ্ঞার পর আরও দুর্দান্তভাবেই ফিরবে।
বল টেম্পারিং কান্ডে। স্মিথ-ওয়ার্নারের সঙ্গে নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২৫ বছর বয়সী আরেক ব্যাটসম্যান ক্যামেরুন ব্যানক্রফট। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে স্মিথ-ওয়ার্নার খেলেছেন। এনটি স্টাইক লিগে ওয়ার্নারের সঙ্গী হয়েছিলেন ব্যানক্রফট। পরের বছর এপ্রিলে স্মিথ-ওয়ার্নাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার টিকিট পাবেন। তার আগেই জানুয়ারিতে ফিরবেন ব্যানক্রফট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন