রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শফিকুল ইসলাম (৪০)। আহত শ্রমিকের নাম ইসমাঈল হোসেন (৪০)। তারা দু’জনেই রোড ডিভাইডার সংস্কারের কাজ করতেন।
নিহত শফিকুলের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাঈল হোসেন একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বলেন, তেজগাঁওয়ে রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিলেন শ্রমিকরা। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে দুই শ্রমিকই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক ইসমাঈল হোসেন চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তা মো. আলী আরও বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে পলাতক রয়েছেন চালক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন