রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে পলক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আজ বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। নিহত পলক তেজগাঁও ট্রাকস্ট্যান্ড কালামের বস্তির ট্রাকচালক পারভেজের মেয়ে।
নিহত শিশুর নানি হেনা বেগম জানান, সকালে নাতনি পলককে নিয়ে তেজগাঁও রেললাইন সংলগ্ন ফকিন্নি বাজারে যান তিনি। রেললাইনের পাশে পলককে দাঁড় করিয়ে রেখে তিনি বাজারের ভেতর যান। কিছুক্ষণ পরে লোকজনের হৈ চৈ শুনে রেললাইনের কাছে এসে দেখি দুই পা থেঁতলালো ও মাথায় আঘাতপ্রাপ্ত আহত অবস্থায় পড়ে আছে পলক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধা আরো জানান, ঘটনাস্থল থেকে শুনেছি টঙ্গীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে পলকের পা থেঁতলে গেছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন