তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আবারো দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত একে পার্টির কংগ্রেসে এরদোগানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কংগ্রেসে একে পার্টির গঠনতন্ত্রের কিছু সংশোধনী আনা হয়। তুরস্কে নতুন চালু হওয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে দলটির গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মন অনুযায়ী প্রেসিডেন্সিয়াল কেবিনেটের সদস্যরা দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যান্ড ডিসিশন বোর্ডের সদস্য হতে পারবেন। কংগ্রেসে মোট ১ হাজার ৪৫৭ ভোটের মধ্যে ৫০ জনকে সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যান্ড ডিসিশন বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। একে পার্টির মুখপাত্র মাহির উনালের বরাত দিয়ে ইয়ানি শাফাকের খবরে বলা হয়েছে, নতুন নির্বাচনে কমপক্ষে অর্ধেক সদস্য পরিবর্তন হয়ে যাবে। ইয়ানি শাফাক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন