স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরেই গানের সঙ্গে যুক্ত আহমেদ হুমায়ন। গায়ক, সুরকার-গীতিকার এবং সঙ্গীত পরিচালনায় সমানে কাজ করছেন। অডিও অ্যালবামের পাশাপাশি এ পর্যন্ত আটটি সিনেমার সংগীত পরিচালনা করেছেন। প্লেব্যাক করেছেন ২৫টি সিনেমায়। তবে তার কোনো একক অডিও অ্যালবাম নেই। এই অপূর্ণতা থেকে এবার তিনি বের হয়ে আসছেন। তৈরি করছেন নিজের গাওয়া গানের একক অ্যালবাম। এরইমধ্যে গান নির্বাচন শেষ হয়েছে। মুম্বাইয়ের স্টুডিও এআর মিউজিকে চলছে গানের রেকর্ডিং। আহমেদ হুমায়ন জানান, আমার প্রথম সলো অ্যালবাম আসতে যাচ্ছে। এটি আমার কাছে ড্রিম প্রজেক্ট। অনেকদিন ধরে অ্যালবামের গানগুলো সংগ্রহ করেছি। এগুলোর সুরও করা হয়েছে অনেক সময় নিয়ে। যখন নিজে সন্তুষ্ট হয়েছি তখনই চূড়ান্ত করেছি। সর্বোচ্চ চেষ্টা করছি যেন গানগুলো শ্রুতিমধুর হয়। তিনি জানান, দেশের জনপ্রিয় ও পরিচিত গীতিকবিদের গান থাকছে অ্যালবামে। সেগুলোর সুর ও সংগীতায়োজন করেছি আমি। সবগুলো গানেরই রেকর্ডিং হবে মুম্বাইয়ের স্টুডিও এআর মিউজিক-এ। সম্ভব হলে আসছে রোজার ঈদে অ্যালবামটি প্রকাশ করতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন