বিনোদন ডেস্ক : রকিং সিঙ্গার হাসানের গানের জন্য এক সময় তার ভক্তরা অপেক্ষা করতেন। তার গানের আলাদা ব্যঞ্জনা ভক্তদের আলোড়িত করত। তবে হাসান যেন গানে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছেন। এটা তার ভক্তদের জন্য নিশ্চিতভাবেই দুঃখের বিষয়। তবে তাদের এই দুঃখ ঘুচাতে যাচ্ছেন হাসান। অনেকদিন পর গান নিয়ে আসছেন তিনি। একটি সিঙ্গেল ট্র্যাক বা পুরো অ্যালবাম মিউজিক ভিডিওসহ শ্রোতাদের উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তুতিও চলছে। হাসান জানান, নতুন গান বাঁধছি। নতুন গানের পরিকল্পনা করতে করতে অনেক সময় পার হয়ে গেছে। তবে এ বছরের কোন এক সময়ে গান নিয়ে হাজির হবো। সেটি অ্যালবাম আকারেও হতে পারে আবার সিঙ্গেল ট্র্যাকও হতে পারে। এখনও ঠিক করিনি। তবে মিউজিক ভিডিওসহ গান প্রকাশের ইচ্ছা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন