বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় রাজ্জাক মাস্টার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতেন। সেই অপরাধে আলবদর কমান্ডার বাদশা চৌধুরী তাকে মিলিটারির হাতে ধরিয়ে দেয়। রাজ্জাক মাস্টারের ছেলে বড় হয়েছে এবং বাবার নামের স্কুলেই সে শিক্ষকতা করে। তাই সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজের মেয়ের জন্য একটা ভালো পাত্রের খোঁজে আজমল চৌধুরী রাজ্জাক মাস্টারের ছেলে খোকনকে মেয়ের জামাই হিসেবে পেতে চায়। বড় ঘরে বিয়ে করার বাসনায় রাজি হয় খোকন। কিন্তু যেদিন মায়ের কাছ থেকে তার বাবার হত্যার মূল হোতার কথা শুনতে পায় তখনই সব বুঝতে পারে সে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘প্রলোভন’। জুয়েল শরীফের রচনায় এটি পরিচালনা করেছেন সারোয়ার কবির। অভিনয় করেছেন ইমন, ঈশানা, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী প্রমুখ। আজ ২১ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন