ঈদুল আযহা উপলক্ষে ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ২১ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ২৬ আগষ্ট রবিবার বিকাল পর্যন্ত একটানা ৬ দিন স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এসময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূইয়া জানান, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ২১ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে ২৬ আগস্ট রবিবার বিকাল পর্যন্ত একটানা ৬ দিন স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ আগষ্ট সোমবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন