পবিত্র কোরবানীর পশুর দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট ! এই চক্র হঠাৎ করে মূল্য বৃদ্ধি করে দিয়েছে। জেলার প্রায় সকল হাটের ফরিয়া-দালাল ও ইজারদারদের মোবাইলে দাম বৃদ্ধির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ঈদের আগ মুহুর্তে রাজধানী থেকে আসা মানুষজন এবং স্থানীয় লোকজন ঈদের আগে কোরবানীর পশুর দাম কিছু কমবে বলে আশা করেছিলেন, সেই আশা নস্যাৎ করে দিচ্ছে সিন্ডিকেট। দাম বেড়ে গেছে গরু, মহিষ ও খাসির। সূত্র মতে, গত সপ্তাহে প্রায় ৫-৬ মন ওজনের গরু ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এই মানের গরুর দাম এখন এক লাখ টাকা থেকে একলাখ ১০ হাজার টাকা হাঁকা হচ্ছে । ১০-১২ হাজার টাকা দামের খাসি দাম ১৫-১৬ হাজার টাকা চাওয়া হচ্ছে।ক্রেতা অন্য হাটে গিয়েও একই দাম শুনছেন। হিমশিম খাচ্ছেন মধ্যম আয়ের মানুষজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন